বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ - ১৪:৫৩
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ: আহলে সুন্নাতের আলেম ও মাশায়েখদের উদ্যোগে রাজধানীর আলিয়া মাদ্রাসার মডেল মসজিদের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খুলনা, বাংলাদেশ: আহলে সুন্নাতের আলেম ও মাশায়েখদের উদ্যোগে রাজধানীর আলিয়া মাদ্রাসার মডেল মসজিদের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ও বক্তা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় রাহবারের (আয়াতুল্লাহ আলি খামেনি) প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ও মুসলিমিন ড. মাহদি আলিজাদে মুসাভি।
অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাননীয় সাংস্কৃতিক কাউন্সেলর জনাব সাইয়েদ মীর রেজা মোহাম্মদি।
এছাড়া খুলনার ইসলামিক হাওজা ইলমিয়ার পরিচালক হুজ্জাতুল ইসলাম ও মুসলিমিন জনাব সাইয়েদ ইব্রাহিম খলিল রেজভি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভাপতিত্ব ও অন্যান্য আলেম

সেমিনারের সভাপতিত্ব করেন জনাব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ। পাশাপাশি আহলে সুন্নাতের একাধিক আলেমও বক্তব্য প্রদান করেন।

ঐক্যের ওপর জোর

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই সেমিনারে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার উপর আলোচনা করেন। তারা মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha